আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4457

ঈদ কুরবানী

প্রকাশকাল: 13 এপ্রিল 2018

প্রশ্ন

জিলহজ্ব মাসের 10 রোজা রাখার নিয়ম কি? রোজা দশটা রাখতে গেলে তো ঈদের দিনও হয়ে যায়। নাকি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখতে হবে। বিস্তারিত বললে খুব উপকৃত হতাম কিভাবে কিভাবে কয় তারিখ পর্যন্ত মোট কয়টা রোজা রাখব?

উত্তর

জিলহজ্ব মাসের প্রথম ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। তবে রোজা ৯ দিন রাখতে হবে। ১ম ৯ দিন।