আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4456

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 এপ্রিল 2018

প্রশ্ন

প্রস্বাব করার পর পানি বা টিস্যু না নিলে পরবর্তীতে সালাত আদায়ের জন্য কি গোসল বা দেহের নিচের অংশ বা শুধু লজ্জাস্থান ধুতে হবে না শুধু কাপড় পরিবর্তন করে নিলেই হবে?

উত্তর

দেহের নীচের অংশ ধৌত করতে হবে, এবং কাপড়ও পরিবর্তন করত হবে।