আমাদের গ্রামে মোট পরিবার ১০০ টি। গড়ে একটি পরিবারে ৬ জন থাকলে মোট লোক সংখ্যা ৬০০
খ) কোরবানী দেওয়ার সক্ষমতা আছে ৪০ টি পরিবারের। এই ৪০ টি পরিবারের কোরবানির মাংসের পরিমাণ ২০ কেজি হলে মোট মাংস (৪০ X ২০ = ৮০০) কেজি
গ) কোরবানি অংশগ্রহণকারী পরিবার অর্ধেক মাংস নিজেরা রেখে বাকি অর্ধেক গ্রামে দান করার জন্য এক যায়গায় জমা করে অর্থাৎ ৪০০ কেজি। আর এই ৪০০ কেজি বন্টন হয় কোরবানীতে অংশগ্রহনকারী পরিবার সহ ১০০ পরিবারের জন প্রতি হিসাব অনুযায়ী। অর্থাৎ জনপ্রতি পায় (৪০০ কেজি ৬০০ জন) = ০.৬৬ কেজি বা ৬৬০ গ্রাম। এখানে ছোট শিশু হলে অর্ধেক আর প্রাপ্ত বয়স্কদের এক ধরে হিসাব করে বন্টন করা হয়। এক্ষেত্রে একটি পরিবারে ৪ জন পূর্ণ বয়স্ক আর ২ জন শিশু থাকলে সেই পরিবার পায়ঃ (০.৬৬X ৪) + (০.৩৩X২) = ৩.৩ কেজি। প্রশ্ন-১ঃ এভাবে কি কুরবানী জায়েজ বা কুরবানীর মাংস সঠিকভাবে বিতরন হয়?
প্রশ্ন-২ঃ বলতে গেলে কোরবানিতে অংশগ্রহণ করা পরিবার আবার দান করা অর্ধেক মাংস থেকে মাথাপিছু হিসাব অনুযায়ী কিছু মাংস আবার পায় এটা কি নেওয়া বৈধ?
কোরবানীর মাংস বন্টনের বিধানটি একটু পরিপূর্ণ ভাবে জানালে উপকৃত হতাম।