আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4428

ঈদ কুরবানী

প্রকাশকাল: 15 মার্চ 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম
১. হুুুজুর মেয়েদের অনেক সময় সাদা স্রাব বের হয় ( এটাকে গ্রামের মহিলারা ধাতু ভাঙা রোগ বলে)। যদি কোন মেয়ের সবসময় এমন সাদা স্রাব বের না হয়ে মাাঝে মাঝে বের হয় তাহলে কি ওই সাদা স্রাব কাপড়এ লেগে গেলে কাপড় নাপাক হয়ে যাবে?
এই বিষয়ে বিস্তারিত মাসআলা জানতে চাই। ২.মেয়েদের ক্ষেত্রে বীর্য, কামরস এবং সাদা স্রাব এর পার্থক্য এবং এ সকল বিষয়ে বিস্তারিত শরয়ী নিয়ম কানুন জানতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাদাস্রাব একটি নাপাক পদার্থ। এটা কাপড় বা শরীরে লাগলে কাপড় বা শরীরের ঐ স্থান নাপাক হয়ে যায়। তাই নামায আদায় করতে হলে কাপড় বা শরীরের যে স্থানে সাদ্রাস্রাব লেগেছে সে স্থান ধৌত করতে হয়। ২। স্ত্রী লিংগ দিয়ে যা বের হয় সবই নাপাক। কাপড়ে বা শরীরে লাগলে ধৌত করে পবিত্র করে নামায আদায় করতে হবে।