আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4395

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 ফেব্রু. 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম,স্যার, আমার প্রশ্নটি একটু ব্যতিক্রম,,মনে করুন,একজন ব্যক্তি x,অপর আর একজন ব্যক্তি y, এখন x, y কে একটা বড় গুনাহের(ধরুন তার সাথে অবৈধ সম্পর্ক) কাজ করার জন্য বললো,এবং আল্লাহকে স্বাক্ষী রেখে বললো যে,এই কাজ করার জন্য যা গুনাহ হবে তার সমস্ত দায়ভার দুনিয়া ও আখিরাতে x নিচ্ছে,উক্ত কাজ করার জন্য আল্লাহ যেন তাকেই অপরাধী হিসেবে গণ্য করেন এবং y কে এর জন্য কোনপ্রকার জবাবদিহি বা আযাবের সম্মূখিন না করে ক্ষমা করে দেন,এরকম ওয়াদা বা দুআ করলে y কি ঐ কাজের জন্য কোন পরিণাম ভোগ করবে? প্লিজ স্যার আমার এই উত্তরটা জানা খুবই জরুরি, দয়া করে আমাকে যদি শরীয়ার দলিল সহ উত্তর দেন,তবে চির কৃতজ্ঞ থাকব!!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুজনই গুনাহগার হবে। কেউ কারো গুনাহ নিজের ঘাড়ে টেনে নেওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ তায়ালা বলেন, لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ আল্লাহ কোন মানুষের ঘাড়ে তার গোনাহ ছাড়া অন্যের গোনাহ চাপাবেন না। তার ততটুকু গোনাহই হবে যে সে করেছে। সূরা বাকারাহ, আয়াত ২৮৬।