আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4394

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 ফেব্রু. 2018

প্রশ্ন

হাদীস শরীফে কি কোন হাদিস রহিত করা হয়েছে কেননা আমি আমার এক ভাইকে ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে হাদিস আছেে বলল সে আমাকে বলে সেই হাদিস টা নাকি রহিত করা হয়েছে কথাটা কি ঠি?আমি কখনো এরকম কথা আর শুনিনি

উত্তর

জ্বী, কিছু হাদীস রহিত হয়েছে। রাসূলুল্লাহ সা. একটি বিধান দেয়ার পর আবার সেই বিধান রহিত করে নতুন বিধান কিছু কিছু ক্ষেত্রে দিয়েছেন। তবে ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে যে হাদীস আছে সেটা রহিত হওয়ার কোন দলীল নেই।