আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4373

যিকির দুআ আমল

প্রকাশকাল: 19 জানু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি কিভাবে বুঝতে পারব যে, আমার পাপ বেশি না পুণ্য বেশী? আর পাপ বেশি হলে কোন কাজ গুলোর উপর বেশী জোর দিয়ে মহান আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সারা দিন আপনি যে কাজ করেন সেগুলোর দিকে তাকালেই তো আপনার বুঝার কথা কোনটা বেশী। পুরোপুনি নিশ্চিত হতে না পারলেও ধারণা তো অবশ্যই আসবে। সকল ফরজ ও ওয়াজিব কাজগুলো যথা সময়ে ঠিক মত আদায় করবেন। সুন্নাত আমল বেশী করার চেষ্ট করবেন। হালাল-হারাম মেনে চলবেন। দান-সদকা বেশী করবেন। ইসলাম বিরোধী কোন দল, গোষ্ঠী বা ব্যক্তির সাথে কোন সম্পর্ক রাখবেন না। এভাবে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি।