আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4372

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 জানু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মুহতারাম আপনাদের এই সাইট আমার খুব ভালো লাগে কারণ আপনারা অনেক জটিল ইসলামিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন। আল্লাহ মহান আপনাদের এই কাজের উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম আমি সরকারী চাকুরী করি এখানে আমাকে সকাল বিকাল পিটি করতে হয় আফ প্যন্ট পরিধান করে এক্ষেত্রে আমি কি গুনাহগার হয়ে যাবো যেহেতু আমি বাধ্য হয়ে চাকুরীর খাতিরে এটা পরি। এবং আমি নবীজির সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখেছিলাম আমার অফিসার আদেশ দেয় দাড়ি কেটে ফেলার জন্য পরে বাধ্য হয়ে আমি দাড়ি কেটে ফেলি এতে আমি কি গুনাহ গার হয়ে যাবো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোন ভাবে যোগাযোগ করে এই সমস্যাগুলোর কোন সমাধান যদি করা যায় সেটা চেষ্ট করে দেখতে পারেন। এগুলো তো দৃশ্যত স্পষ্ট গুনাহের কাজ। এখন আপনি যদি একান্ত বাধ্য হন তাহলে সেটা আল্লাহ আর আপনার মাঝের বিষয়, তিনি হয়তো আপনাকে মাফ করতেও পারেন। আর দুনিয়াতে রিযিকের অভাব নেই। যদি এই চাকুরী ছেড়ে অন্য কোন স্বচ্ছ ও সুন্দর কর্ম করে জীবন পরিচালনা করে তাহলে সেটাই সবচেয়ে উত্তম।