আসসালামু আলাইকুম, মুহতারাম আপনাদের এই সাইট আমার খুব ভালো লাগে কারণ আপনারা অনেক জটিল ইসলামিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন। আল্লাহ মহান আপনাদের এই কাজের উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম আমি সরকারী চাকুরী করি এখানে আমাকে সকাল বিকাল পিটি করতে হয় আফ প্যন্ট পরিধান করে এক্ষেত্রে আমি কি গুনাহগার হয়ে যাবো যেহেতু আমি বাধ্য হয়ে চাকুরীর খাতিরে এটা পরি। এবং আমি নবীজির সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখেছিলাম আমার অফিসার আদেশ দেয় দাড়ি কেটে ফেলার জন্য পরে বাধ্য হয়ে আমি দাড়ি কেটে ফেলি এতে আমি কি গুনাহ গার হয়ে যাবো