আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4332

হালাল হারাম

প্রকাশকাল: 9 ডিসে. 2017

প্রশ্ন

গান গেয়ে টাকা উপার্জন হালাল না হারাম..? অর্থাৎ গায়ক গায়িকার টাকা ইনকাম হালাল না হারাম.?

উত্তর

গান যেহেতু হারাম, সুতরাং গান গেয়ে আয় করা টাকাও হারাম। তবে ইসলামী শরীয়ত সমর্থিত বাদ্যবিহীন গান হলে যাকে ইসলামী সঙ্গীত বলা হয় সেটা গেয়ে আয় করা হালাল।