আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4331

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 ডিসে. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি। বায়ার (যারা গার্মেন্টস ইন্সপেক্সন করেন) তারা মাঝে মধ্যে আমাকে কিছু শার্ট পেন্ট উপহার হিসাবে দেন। আমি যতটুকু জানি তারা পোশাক কিনে কিংবা গেট পাশ করে নিয়ে আসেন না। তাদের কে যারা দেন তারা ফ্যাক্টটির ই লোক। সোজা কথায় যদি বলি তারা এক রকম চুরি করেই নিয়ে আসেন। আমি ও মাঝে মধ্যে নেই ফ্যাক্টরি থেকে কিছু পোশাক নিয়ে ব্যাবহার করি। আমার প্রশ্ন হল এই চুরি করা পোশাক গায়ে দিলে কি পাপ হবে? এই চুরি করা পোশাক গায়ে দিয়ে কি নামাজ আদায় করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই পোশাক পরলে পাপ হবে আর অবৈধ পোশাক পরে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না।