আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4303

ঈমান

প্রকাশকাল: 10 নভে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হলোঃ আল্লাহ তায়ালার নামে ইচ্ছাকৃতভাবে শিরকমূলক এবং গালিমূলক কথা বলার আগে এসব কথা বলার জন্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজেই নিজের জন্য আল্লাহর কাছে শাস্তি চায় এবং আল্লাহকে বলে আমি যে শাস্তিটি চাইলাম এই শাস্তি বিষয়ক কোনো কথা যেমন নিজের কামনাকৃত শাস্তিটি মওকুফ বিষয়ক কোনো কথা তুমি (আল্লাহ) গ্রহণ করবা না। এরপর যদি সে আল্লাহর সাথে সেই শিরকের কথা এবং গালিগুলি বলে ফেলে তাহলে কিভাবে সে নিজের কামনাকৃত শাস্তিটি থেকে বাঁচতে পারে? যদি সে তওবা করার পরও উক্ত পুরো বিষয়টি বারবার করতে থাকে তাহলে সে কিভাবে নিজের কামনাকৃত শাস্তি থেকে বাঁচতে পারবে? সকল মাজহাব,ইমাম এবং ইসলামের সকল দল উপরোক্ত প্রশ্নসমূহের ক্ষেত্রে কি একই উত্তর দেয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবা করাই একমাত্র বাঁচার উপায়। খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করে সকল পাপ ছেড়ে দিবে। আর যদি তওবার নামে ফাজলামি করে তাহলে শাস্তি থেকে বাঁচার কোন উপায় নেই।