আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4302

রোজা

প্রকাশকাল: 9 নভে. 2017

প্রশ্ন

১.রোজা রেখে হস্তমৈথুন করলে কি রোজা কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?
২.হস্তমৈথুন করলে যে রোজা ভঙ্গ হয় এটা না জেনে যদি কেউ করে, সেক্ষেত্রে কি রোজা কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?
৩.কারো বিগত বিভিন্ন রমজানে কয়েকটি রোজা ভঙ্গ হলে (সংখ্যা মনে নেই,আনুমানিক ১০/১২টা) সে কীভাবে সেগুলোর কাজা আদায় করবে।

উত্তর

শাইখ ইবনে উছাইমীন বলেন: যদি রোজাদার ব্যক্তি হস্তমৈথুন করে এবং বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে। যেদিন হস্তমৈথুন করেছে তাকে সেদিনের রোজা কাযা করতে হবে। তবে তাকে কাফফারা দিতে হবে না। কারণ কাফফারা শুধু সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করলে সেক্ষেত্রে ফরজ হয়। তাকে তার কৃতপাপের জন্য তওবা করতে হবে। সমাপ্ত [ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃষ্ঠা-৪৭৮] । জানা- না জানার একই হুুকুম। ৩। রোজা যদি একেবারে না রাখে তাহলে প্রত্যেকটি রোজার বদলে একটি করে কাজা করতে হবে। আর যদি রাখার পর ইচ্ছাকৃত কোন কিছু খেয়ে বা সহবাস করে রোজা ভঙ্গ করে তাহলে কাজার সাথে কাফফারাও দিতে হবে।