আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4284

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। শায়েখ, ১/ আমি কিছু ছাত্রদের প্রাইভেট পড়ায়। ছাত্ররা অনেক সময় দুষ্টামি, ফাজলামো, ঝগড়া, মারামারি করে। আবার অনেক সময় ঠিকমতো পড়ালেখা করে না। এক্ষেত্রে তাদের শাসন করতে শাস্তিস্বরূপ বেতের আঘাত বা কোন প্রকার শারীরিক আঘাত দেওয়া বৈধ হবে কিনা? বা এমন ক্ষেত্রে তাদের শাসনের জন্যে কেমন পদ্ধতি গ্রহন করতে পারি। ২/ স্কুল-কলেজের শিক্ষকেরা অনেক সময় ছাত্র-ছাত্রীদের পড়ালেখা বা অনেক বিষয়ে তাদের শারীরিক শাস্তি দিয়ে থাকে। আবার অনেক শিক্ষকের ক্ষেত্রে দেখা যায় িতারা ছাত্র-ছাত্রীদের এবং তাদের অভিভাবক সম্পর্কে অপমানজনক বা বাজে গালি-গালাজ দিয়ে থাকে। এরকম ব্যবহার কুরআন সুন্নাহর আলোকে ঠিক কিনা এবং এর প্রতিকার কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অপমানজনক কোন গালাগালাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। শাসনের জন্য কোন আঘাত করাও এখন বাংলাদেশের আইনে নিষিদ্ধ। সুতরাং আঘাত গালাাগালী বাদে অন্য কোন উপায় বের করুন।