আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4283

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি আগে নামাজ, রোযা, যাকাত দেয়া সব চেষ্টা করতাম করার জন্য কিন্তু সহিহ ভাবে অনেক কিছু হত না। বর্তমানে আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি যত সহিহ ভাবে ইসলামিক জীবন যাপন করা যায়। আমার স্ত্রী সহিহভাবে (বিশেষ করে পর্দা করা) ইসলামিক জীবন যাপনের সব কিছু মানতে চাইতেছে না, তার মতে হটাত করে এত পরিবর্তন তার পক্ষে সম্ভব না। আমার স্ত্রীর কথা তার সময় লাগবে সব কিছু সহিহ ভাবে চর্চা শুরু করার জন্য এবং আমার স্ত্রী ভাষ্য আমাকে অপেক্ষা করতে হবে ও তাকে সময় দিতে কিন্তু কত সময় এই বিষয়ে কিছু বলে না, এই বিষয়ে আমাদের দুই জন এর মধ্যে মতের অমিলের জন্য সম্পর্ক খারাপ এর দিকে যাচ্ছে। এখন আমার প্রশ্ন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার করনীয় কি? আমি কোন ভাবেই দাইয়ূ্স হতে চাই না…আপনাদের কাছে পরামর্শ চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরিবর্তন যেহেতু আসছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সময় বেঁধে দেওয়ার দরকার নেই। সম্পর্ক খারাপ করে তো কারো লাভ নেই, সম্পর্ক শক্তিশালী করেন। আপনি আরো তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, আদর ও ভালোবাসা দিয়ে বুঝান, পর্দা না করলে পরিণাম কী হবে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।