আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4277

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
আমি আমিনা। সঙ্গত কারণে পরিচয় গোপন করে আপনার কাছে পরামর্শ চাচ্ছি। ২০১৪সালে আমি বিয়ে করেছি আমার পছন্দে এবং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি দূরভাগ্যবশত জিনাহ তে লিপ্ত হয়ে যায় ২০১৮ সালের মাঝামাঝি। আমার স্বামী আলাদা থাকছে আজ প্রায় আট নয় মাস। আমি আমার ভুল এরজন্য অনুতপ্ত, হারাম সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বামীর সাথে থাকতে চাই। এমতাবস্থায় ইসলামী বিধান মতে আপনার পরামর্শ চাই। দয়া করে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহিত ব্যক্তির ব্যাভিচারের শাস্তি তাকে হত্যা করা। এটা তো আমাদের দেশে সম্ভব নয়। এখন তওবা করে স্বামী সাথে থাকুন। স্বামী আলাদা কেন থাকছে তা তো লেখেন নি।