আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4278

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়খ । আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত্র ভালো আছেন। আমি আরো প্রশ্ন করেছি কিন্তু কোনো জবাব আসে নাই। আমার প্রশ্নটি ছিলো যে নওমুসলিম মেয়ের ক্ষেত্রে বিয়ের ইসলামি বিধান কি? এবং আল্লাহ তাআলা এবং রাসুল (সঃ) কে সাক্ষী রেখে কি বিয়ে হয়? আশা করি উত্তর পাবো। জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তাআলা এবং রাসুল (সঃ) কে সাক্ষী রেখে বিয়ে হয় না, দুজন পুরুষ অথবা একজন পরুষ আর দুই জন মহিলার সাক্ষী হওয়া ছাড়া বিবাহ হবে না। নওমুসলিম মেয়ের বিধান মুসলিম মেয়ের মতই। তবে তার অভিভাবক না থাকার কারণে অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই।