আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4252

বিবাহ-তালাক

প্রকাশকাল: 20 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হযরত প্রথম বার প্রশ্নের উত্তর না পাওয়ায় আবার প্রশ্ন করতে হচ্ছে আশা করি এই বার উত্তরটা পাবো। প্রশ্নটা হচ্ছে আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসার পাশের মসজিদের ইমাম সাহেব বলেছিলেন যদি ছেলে মেয়ে উভয়ের বয়স হয় এবং নিজেদের ইচ্ছা থাকে তাহলে নাকি শুধু আল্লাহ এবং রাসূল (সঃ) কে সাক্ষী করে বিয়ে করলে নাকি বিয়ে হয়ে যাবে। এই কথাটা কতটা ঠিক এবং নবমুসলিম মেয়েদের ক্ষেত্রে বিয়ের বিধান কি। আশা করি উত্তরটি পাবো। জাজাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেবের কথা সম্পূর্ণ ভুল। দুই জন পরুষ অথবা একজন পুরুষ আর ২ জন মহিলা স্বাক্ষী ছাড়া বিবাহ হবে না। এমন স্বাক্ষী ছাড়া বিয়ে করলে অবিলম্বে স্বাক্ষী রেখে নতুর করে বিয়ে করতে হবে। নব মুসলিম মেয়ে অভিভাবক ছাড়াই বিয়ে করতে পারবে।