আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4251

বিবিধ

প্রকাশকাল: 19 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । আমার প্রশ্ন হল আমরা অনেকেই ফটোগ্রাফি করি । তো এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট পাঠানো হয় যে এইটার একটা ছবি তুলে দেন ভালো করে । তো সেইক্ষেত্রে ছবি তুলে এডিট করে দিলে কোম্পানি একটা পেমেন্ট করে । আর এই ছবি টা ব্যাবহার করে ওরা বিভিন্ন স্থানে প্রচার করে, অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে ব্যাবহার করে । তো এইধরনের ফটোগ্রাফি কি ইসলামের দৃষ্টিতে যায়েজ কিনা? আরেকটা কথা উল্লেখ করা উচিত যে হালাল প্রোডাক্টের ক্ষেত্রে বিধান টা কি? হারাম প্রোডাক্টের প্রচারণা তো হারাম ই হবে । দয়া করে উত্তর টা প্রদান করলে আলহামদুলিল্লাহ অনেক উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হালাল পণ্য হলে ছবি তুলে উপার্জন করা জায়েজ হবে।