আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4227

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 26 আগস্ট 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম,আমি একজন সেনা সদস্য। আমি একটি মাসাআলা সম্পর্কে জানতে চাচ্ছি। বিভিন্ন স্থানে গমনের সময় আমরা মোজা ও বুট পরিধান করি এই সময়ে নামাজের ওয়াক্ত চলে আসে। ব্যস্ততার কারনে আমরা বুট খুলে ওযু করতে পারিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি?আবার অনেক সময় পানি পাওয়া যাইনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাধারণ কাপড়ের মোজা হলে খুলে ধোয়া ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই। তবে যদি চামড়ার মোজা পরেন (এখন এটা বাজারে ব্যাপক পাওয়া যায়) তাহলে একবার পরে ২৪ ঘন্টা ওযুর সময় মুজার উপর মাসেহ করতে পারবেন। শরয়ী সফর পরিমাণ (৭৮ কিলো) দূরত্বে সফর করলে ৭২ ঘন্টা ওযুর সময় মুজার উপর মাসেহ করলেই হবে। বর্তমানে পানি একটি সহজলোভ্য দ্রব্য। যে কোন মুদি দোকানেই পানি পাওয়া যায়। সুতরাং যেখানেই যাবেন নামাযের কথা মাথায় রেখে পানি আগে থেকেই একটু রাখার ব্যবস্থা করবেন। তবে যদি পানি সত্যই না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে নামায আদায় করতে হবে। নামাযকে সকল ব্যস্ততার উর্ধ্বে রাখা মূমিনের দায়িত্ব।