আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4177

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 7 জুলাই 2017

প্রশ্ন

https://m.facebook.com/story.php?story_fbid=2723204077900807id=100006337248364
মুহতররাম আস-সালামু আলাইকুম, এক ভাই দাবি করছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি) হাদিসের নামে জালিয়াতি বইয়ে রাসূল ( সাঃ) সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হত না বিষয়ক হাদিসকে জাল বলেছেন কিন্তু এ ভদ্রলোক দাবি করছেন এ হাদিসকে অনেক মুহাদ্দিস সহীহ বলেছেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গ্রহনযোগ্য কোন মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলেন নি। হাদীসটি শুধু জাল না বলে মহা জাল বলা ভালো। কারণ অন্য জাল হাদীসের একটি বানোয়াট সনদও থাকে। আর এই বানোয়াট হাদীসটির কোন সনদও কোন কিতাবে নেই। সুতরাং তার কথা ঠিক নয়।