আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4176

হালাল হারাম

প্রকাশকাল: 6 জুলাই 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি প্রায়ই ইন্টারনেট থেকে ইসলামিক বইগুলোর pdf ডাউনলোড করে পড়ি। পছন্দ হলে কিনে ফেলি। আমি নিশ্চিত নই যে ওয়েসাইট এ বইগুলো পাওয়া যায় তাদের কাছে বইগুলোর কপিরাইট বা অনুমতি রয়েছে কিনা…এটা আমাকে অনেক ভাবায়। যারা এগুলো আপলোড করে তাদের কাছে যদি এগুলোর কপিরাইট না থাকে তাহলে সেগুলো ডাউনলোড করে পড়া যাবে কি?
অনুগ্রহ করে উত্তর দেন প্লিজ, ইসলাম কি বলে এই ব্যাপারে..?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।যারা এগুলো আপলোড করে তাদের কাছে যদি এগুলোর কপিরাইট না থাকে তাহলে সেগুলো ডাউনলোড করে পড়া যাবে না। কারণ এতে বই কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি হয়।যদি যথাযথ কর্তৃপক্ষ আপলোড করে তাহলে সমস্যা নেই।