আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4127

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 মে 2017

প্রশ্ন

আসসালামুআলাইকু। বর্তমান যুগে বেকারত্ব অনেক। তাই সবাই সহজে চাকুরি করতে পারছে। এখন অনেকেই দেখি / শুনি ঘুষ দিয়ে চাকুরি নিচ্ছে। এই ঘুষ দিয়ে সরকারি চাকুরি করা কি জায়েয? আবার কারোর ধারনা যে যত টাকা ঘুষ দিয়ে চাকুরি নিচ্ছে তত টাকা পরে দান করে দিবে বিনা সওয়াবের উদ্দেশ্যে। এ ব্যাপারে কি বলবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঘুষকে বৈধতা দেয়ার কোন সুযোগ নেই। যোগ্যতা থাকার পরও চাকুরী না হলে ঘুষ দিলে সেটা তার মাঝে আল্লাহর মাঝের বিষয়, শরীয়তে বৈধতা দেয়ার সুযোগ নেই। ঘুষ দেয়া পরিমাণ টাকা পরবতীর্তে দান করে গুনাহ মুক্ত হওয়ার কোন কথা ইসলামে নেই।