আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4104

যাকাত

প্রকাশকাল: 25 এপ্রিল 2017

প্রশ্ন

আমার স্ত্রীর স্বর্ন আছে ৬ ভরি। আমার নগদ অর্থ আছে ২ লাখ। ৬ ভরি আনুমানিক ৩ লাখ + ২ লাখ = মোট ৫ লাখের উপর যাকাত হবে? নাকি শুধু নগদ ২ লাখের উপর যাকাত হবে?

উত্তর

আপনার স্ত্রীর যদি স্বর্ণ ছাড়া আর কোন যাকাত যোগ্য সম্পদ না থাকে তাহলে স্বর্ণের উপর যাকাত আসবে না। আপনি শুধু আপনার ২ লাখ টাকার যাকাত দিবেন।