আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4101

যিকির দুআ আমল

প্রকাশকাল: 22 এপ্রিল 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাবার সামনে আসলে কেন দুআ আছে কি?
থাকলে জানাবেন প্লিজ
আর খাবারের শেষে কি দুআ পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খাবারের শুরুতে হাদীসে বিসমিল্লাহ বলার কথা আছে। আর শেষে এই দুআ পড়ার কথা আছে الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا، وَرَزَقَنِيهِ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ