আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4102

হালাল হারাম

প্রকাশকাল: 23 এপ্রিল 2017

প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকে চাকরি করা কি হালাল হবে যদি সুদ সম্পর্কিত কাজ না করে?

উত্তর

যে প্রতিষ্ঠানের সমস্থ আয়ের উৎস হারাম, সেখানে কোন কাজ করা থেকে বিরত থাকা আবশ্যক। কারণ রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাংযে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮। তথ্যসূত্র: মারকাজুল ফাতাওয়া, ফাতাওয়া নং ৬৩৯৭। কাজ হারাম না হলেও যেহেতু সুদভিত্তিক প্রতিষ্ঠান তাই সেখানকার সকল উপার্জন সন্দেহের তালিকায়। আর হাদীসে এমন কাজে লিপ্ত হওয়াকে হারাম কাজে লিপ্ত বলা হয়েছে।