আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 409

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 মার্চ 2007

প্রশ্ন

দেন মহর কেও যদি বিয়ের সময় না দিতে পারেন,বা পরে দিতে চান এ বেপারে ইসলাম কি বলে। অনেকের দেখা যাই তার বউ এর থেকে মাফ চেয়ে নেন। এ বেপারে বিস্তারিত জানতে চাচ্ছি।

উত্তর

হাদীসে বিয়ের সময়ই মহর দেয়ার কথা বলা হয়েছে। তবে পরে দিলেও হবে। মাফ চাওয়া যাবে না। কারণ অনেক সময় সামাজিক চাপের করণে স্ত্রী মুখে মাফ করার কথা বলে বটে কিন্তু মূলত সে মাফ করে না।