আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 410

যিকির দুআ আমল

প্রকাশকাল: 15 মার্চ 2007

প্রশ্ন

শায়েখ কুরআন সুন্নার আলোকে ফরজ গোসলের নিয়ম টা জানাবেন? রুজি রুটির/চাকরির বেবস্থা করার জন্য আর রুজি রুটির বরকত পাওয়ার জন্য সুন্নাতি দোয়ার আমল জানাবেন? জাঝাকাল্লাহ খাইরান

উত্তর

গোসলের পূর্বে প্রথমে দুই হাত ভাল করে ধৌত করতে হবে। এরপর লজ্জাস্থান ধৌত করতে হবে। তারপর সালাতের ওযুর মত ওযু করতে হবে। ওযুর পর মাথায় পানি ঢালতে হবে তারপর শরীরে।এরপর পুরো শরীরে তিনবার পানি ঢালতে হবে। সহীহ হাদীসে এমনটিই বর্ণিত আছে। عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ অর্থ: হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সা. যখন জানাবাতের (ফরজ) গোসল করতেন তখন প্রথমে হাত ধৌত করতেন তারপর ওযু করতেন যেভাবে নামাযে ওযু করেন এরপর পানির মধ্যে আঙ্গুল ডুবাতেন এবং তা দ্বারা চুল খিলাল করতেন। অতঃপর মাথায় তাঁর হাত দ্বারা তিন অঞ্জলী পানি মাথায় ঢালতেন। তারপর তিনি তার পুরো শরীরে পানি ঢালতেন। সহীহ বুখারী হাদীস নং ২৪৮। আরো দেখুন, সুনানু তিরমিযী, হাদীস নং ১০৩, ১০৪; সুনানু ইবনে মাজাহ হাদীস নং ৫৭৩। প্রতিটি হাদীসই সহীহ। চাকরীর জন্য এবং যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং রুটি রুজির বরকতের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى