আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4024

সালাত

প্রকাশকাল: 4 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জনাব,
১/ একাকি রাতের ফরজ সালাত আদায়ে উচ্চস্বরে কেরাত পড়া ও তাকবির দেয়া যাবে কি না, না আস্তে আস্তে পড়া ভালো। সহীহ নিয়ম কি?
২/ ইমামের পিছনে ফরজ সালাত আদায়ের সময় মুত্তাকিগন ও কি ইমামের সাথে তাকবির বালবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। উচ্চস্বরেও পড়তে পারেন আবার আস্তেও বলতে পারেন। উভয়টি সহীহ। ২। হ্যাঁ, মুক্তাদীদের তাকবীর বলা ফরজ।