আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4025

হালাল হারাম

প্রকাশকাল: 5 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম । আমি একজন মেডিকেল স্টুডেন্ট । এমবিবিএস শিক্ষাক্রম এর পাঠ্যসূচি অনুযায়ী মানবদেহের হাড় সম্বন্ধে জানার জন্য সত্তিকারের মানুষের কঙ্কাল ব্যবহার করা হয় । এজন্য প্রতি বছরই প্রথম বর্ষে শিক্ষার্থীদের চড়া দামে সিনিয়রদের কাছ থেকে মানুষের কঙ্কাল কিনতে হয় । এবং দুই বছরের মধ্যেই এ কঙ্কাল আর প্রয়োজন হয়না । তখন তা জুনিয়রদের কাছে বিক্রি করে দেওয়া হয় । আমার প্রশ্ন হল মৃত মানুষের কঙ্কাল কেনাবেচা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ? আর একজন এমবিবিএস শিক্ষার্থীর জন্য প্রকৃত মানুষের কঙ্কাল না পড়া ছাড়া অন্য কোনো উপায়ও নেই । এমতাবস্থায় মুসলিম শিক্ষার্থীদের কি করণীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শিক্ষার উপকরণ হিসেবে কঙ্কাল বেচাকেনা জায়েজ আছে। তাই আপনি ক্রয়-বিক্রী করতে পারবেন।