আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4007

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জানু. 2017

প্রশ্ন

একটা হাদীস পড়েছিলাম (ক্লিয়ার মনে নেই) জামায়াতে সলাত আদায়ের সময় কেউ যেন শুধু মাত্র নিজের জন্য দোয়া করার নিষেধ করার ব্যাপারে। এক্ষেত্রে আমি যদি ইমাম হই অথবা মুক্তাদী তাহলে কি আমি দু সেজদার মধ্যখানে রাব্বিগফিরলি বলবো নাকি রাব্বিগফিরলানা পড়বো?
একই ভাবে দোয়া মাসুরার ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি, যুলমান কাছিরা ওয়ালা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা…… এভাবে বল্বো নাকি আল্লাহুম্মা ইন্না জলামনা নাফছিনা…… এভাবে বহুবচনের শব্দ ব্যবহার করতে হবে?

উত্তর

সালাতের ভিতর দুআর সর্বনাম পরিবর্তন করবেন না। হাদীসে বা কুরআনে যেভাবে আছে সেভাবে করবেন। অন্য সময় এভাবে পরিবর্তন করে বলতে পারেন দুআ হিসেবে,কুরআনের আয়াত হিসেবে নয়।