আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4008

নামায

প্রকাশকাল: 19 জানু. 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। জামআতে নামাজ আদায় করার সময় পাশের ভাইকে গা ঘেষে দারাতে অনুরোধ করলে তিনি আসেন না। আমি তখন যদি ডান দিকে থাকি তাহলে বাম পাশের ভাই এর দিকে চেপে যাই আর বাম দিকে থাকলে ডান দিকে চেপে যাই মানে গা ঘেষে দারাই কাতার বদ্ধ হতে এতে কি আমার কি কোন ভুল হবে? যেহেতু আমার বিপরীত পাশে একটু যায়গা ফাকা হয়ে রইল কাতারে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার কোন ভুল হবে না।