আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3984

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 ডিসে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমার বড় বোনের একটি সমস্যা ছিল, সেটা হল তার একটা তেরো বছরের সম্পর্ক ছিল। পরবর্তীতে আব্বু আম্মু নিষেধ করায় সেটা সে বাদ দিয়ে দিসে কিন্তু সে সেখান থেকে মন ফিরাতে পারছে না। বিয়ের কথা শুনলেই সে অস্থির হয়ে যায়। কিন্তু তাকে এখন বিয়ে দেওয়া টাও খুবই জরুরি কারণ তার বয়স হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা দুইজন হুজুরের কাছে থেকে জানতে পেরেছি যে আমার বোনের উপর নাকি কুফরি কালাম(জাদু টোনা) হয়েছে। তারা আমার বোনকে পানি, চিনি, লবন পড়ে দিয়েছিল। এছাড়াও আমার বোনের বর্তমানে অকারণে অস্থির লাগে, দূর্বল লাগে ইত্যাদি হয়। আবার আমরা কেউ নিশ্চিত ও হতে পারতেছি না যে সত্যিই কুফরি কালাম হয়েছে কিনা। এছাড়া আমার বোন আলহামদুলিল্লাহ পাচঁ ওয়াক্ত নামাজ এবং কতিপয় দোয়া পড়ে। এমতাবস্থায় আমরা কি করতে পারি যদি একটু পরামর্শ দেন তাহলে খুবই উপকৃত হতাম। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাদু টোনার সমস্যা হয়েছে কিনা জানি না তবে সকাল-সন্ধ্যা নিয়মিত সূলা ফালাক, নাস ও ইখলাস নিয়মিত পড়লে এই ধরণের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এছাড়া এই ধরণের সমস্যা থেকে মুক্তির বিষয়ে রাহে বেলায়াত বইয়ে একটা বড় অথ্যায় আছে। সেখানে থেকে বিস্তারিত জেনে আমল করলে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। বই পেতে 01715400640