আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3983

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 ডিসে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একজন মহিলা তার ২য় বিয়ের সময় তার ২টি সন্তানের ১জনকে গোপন করেছিল। বিবাহের ৩ মাস পর স্বামী মারা যায়। এখন এই মহিলা তওবা করছে। এখন মহিলার জন্য তার স্বামীর সম্পত্তি ভোগ করা কি পরিপূর্ণ তাকওয়ার সামিল হবে নাকি জায়েজ হবে অথবা হারাম হবে? সেই বিয়ে কি জায়েজ হয়েছিল?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঐ বিয়ে জায়েজ ছিল এবং বর্তমানে স্বামীর সম্পত্তিও সে ভোগ করতে পারবে তবে বিয়ের সময় মিথ্যা বলার কারণে তার গুনাহ হয়েছে।