আছসালামু আালাইকুম,কাপরে পস্রাব অথবা তরল নাপাকি লাগলে। ওই কাপর যদি ভালভাবে কচলে ধুয়ে পস্রাব পরিস্কার করে। বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে একবার নিংড়ালে কাপরটি কি পাক হয়ে যাবে। নাকি তিনবার বালতিতে পানি নিয়ে তিন বারই নিংড়াতে হবে?
২/বিছানায় পস্রাব শুকিয়ে গেলে। ওই বিছানায় খালি গায়ে অথবা কাপড় পড়ে ঘুমালে । ঘামের কারনে শরির ও কাপড় বিছানা ভিজে গেলে শরির ও কাপড় নাপাক হবে কি?