আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3947

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 19 নভে. 2016

প্রশ্ন

আছসালামু আালাইকুম,কাপরে পস্রাব অথবা তরল নাপাকি লাগলে। ওই কাপর যদি ভালভাবে কচলে ধুয়ে পস্রাব পরিস্কার করে। বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে একবার নিংড়ালে কাপরটি কি পাক হয়ে যাবে। নাকি তিনবার বালতিতে পানি নিয়ে তিন বারই নিংড়াতে হবে?
২/বিছানায় পস্রাব শুকিয়ে গেলে। ওই বিছানায় খালি গায়ে অথবা কাপড় পড়ে ঘুমালে । ঘামের কারনে শরির ও কাপড় বিছানা ভিজে গেলে শরির ও কাপড় নাপাক হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনি যদি নিশ্চিত হন একবার ভালো করে ধোওয়ার কারণে কাপড়ে আর নাপাকি নেই তাহলে একবার ধুলেই পবিত্র হয়ে যাবে। তবে ৩বার ধোয়া সুন্নাত। ২।হ্যাঁ, শুকনা নাপাকের উপর ভেজা কোন কিছু রাখলে নাপাক হয়ে যাবে।