আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3948

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 নভে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমাদের দেশে জমি লিজ দেয়া হয় বিভিন্ন পদ্ধতিতে। আমাদের এলাকায় দুটি পদ্ধতি বেশি প্রচলিত। প্রথমত: এক বিঘা জমি লিজ দেয়া হবে, বিনিময়ে জমির মালিককে বছরে ১২ মন ধান বা তার সমপরিমাণ মূল্য দিতে হবে। লিজ গ্রহণকারী যাই উৎপাদন করুক না কেন। দ্বিতীয়ত: এক বিঘা ফসলি জমি লিজ দিলে জমির মালিক কে বছরে ১২ হাজার টাকা দিতে হয়। আর পুকুর বা মাছের ঘের লিজ দিলে জমির মালিক কে ২৪০০০ টাকা পরিশোধ করতে হয়। সকল ক্ষেত্রে জমির মালিক জমি ছাড়া অন্য কোনো কিছু ব্যয় করেন না। যেমন – শ্রম, বা বীজ ইত্যাদি প্রদান করেন না। এ পদ্ধতিতে জমি লিজ দেয়া বৈধ কিনা? না হলে হালাল পদ্ধতি কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উভয় পদ্ধতি বৈধ। ভাড়া এভাবেই দেয়া হয়ে থাকে।