আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 393

নামায

প্রকাশকাল: 26 ফেব্রু. 2007

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ আমি বিতিরের সালাত দুই নিয়তে (২+১) পরি। প্রশ্ন হল, প্রথম দুই রাকাত পরার সময় মনে মনে কি নিয়ত করব? বিতিরের দুই রাকাত না কি রাতের সালাতের দুই রাকাত? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।যে কোন আমলের ক্ষেত্রেই সমাজে প্রচলিত কোন সুন্নাহ সম্মত পদ্ধতির বাইরে অন্য কোন সুন্নাতের অনুসরন করতে হলে তা ভাল করে জেনে নেয়া জরুরী। আপনার নিয়াত এমন থাকবে যে, আমি শেষে এক রাকআত বিতর পড়ব তার পূর্বে দুই রাকআত পড়ছি।