আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 392

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 ফেব্রু. 2007

প্রশ্ন

হজরত আসসালামুয়ালাইকুম । আমার কিছু প্রশ্ন অনেক দিন যাবত মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এইরকম একটা ফ্লাট ফরম পেয়ে অনেক উপকৃত হলাম। আমি বিয়ে করেছি ১ বছর ৩-৪ মাস হয়েছে। বিয়ের সময় আমার অনিচ্ছা সত্ত্বেও ফেমেলি আর সামাজিকতার চাপে পড়ে বড় অনুষ্ঠান করতে হয়েছে। আর ওই সময় ফেমেলির ঋণ ছাড়া ও আমার বেক্তিগত ঋণ হয়েছে ১ লক্ষ ২০ হাজার এর মত। উপরন্তু, বিয়ের পর ফেমেলির ঋণ শোধ করার জন্য ও আমাকে আরও ১০-১৫ হাজার টাকা ঋণ করা লাগছে। আমি ২০ হাজার টাকা বেতনে একটা চাকরি করি ঢাকাতে, সাথে আমার ছোট ভাই থাকে তার খরচ ও আমাকে বহন করতে হয়। আবার মাসে মাসে বাড়িতে ও টাকা দিতে হয়। যার দরুন আমার ঋণের টাকাটা শোধ করতে আমাকে ধারুন হিম-শিম খেতে হচ্ছে। এই দিকে বাড়িতে টাকা না দিলে বাবা আমার উপর অনেক রেগে থাকে, আমার ঋণের কথা বললে উনি কোন গুরুত্ব দেয় না। আমার বিশাস হয়তেছে আমি এই ঋণ নিয়ে মারা গেলে (আল্লাহ না করুক) আমার ফেমেলি এটার দায়িত্ব নিবে না। যদিও এই ঋণ আমি উনাদের প্রয়োজনে করতে বাধ্য হয়েছি। হজরতের নিকট আমার প্রশ্ন হল, আমি কি আপতত বাড়িতে টাকা না দিয়ে আগে আমার ঋণের টাকা টা পরিশোধ করব কিনা, এতে উনাদের মনে কষ্ট আসলে ও? আমি টাকা না দিলেও আল্লাহর রহমতে উনারা বাড়িতে চলতে তেমন অসুবিধা হবে না। আমি যদি কোন মাসে কর্জ করে উনাকে টাকা দেই, পরের মাসে উনি আবার টাকা চাইবে, আমি আগের কর্জ টা শোধ করছি কিনা সেটা উনি এক বার ও জিজ্ঞেস করবেনা। যাজাকাল্লাহু খাইরন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করুন। ঋন পরিষোধ জরুী। যেহেতু আপনার টাকা ছাড়াই আপনার পিতা-মাতার চলতে কোন অসুবিধা নেই তাই আপনি আদরের সাথে বিষয়টি তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। আশা করি তারা আপনার সমস্যার কথা বুঝবেন। তবে কোন অস্থাতেই তাদের সাথে খারাপ আচরণ করবেন না। পিতামাতার অসুবিধা না হলে ঋণ পরিশোধ করুন। তাদের সাথে ভাল ব্যবহার করুন। তারা রাগ করলে বা খারাপ ব্যবহার করলে নীরব থাকুন।