স্বামী যদি তার মা-বোন ও স্ত্রীর ঝগড়ার সমাধান দিতে ব্যর্থ হয়ে ঝগড়ার মধ্যেই রাগের মাথায় স্ত্রীকে তিন তালাক দেয় এবং পরবর্তীতে স্বামী-স্ত্রী আবারো একসাথে থাকতে চায় এই ক্ষেত্রে ইসলামি বিধান কি? তারা কি আবারো এক সাথে সংসার করতে পারবে?
উত্তর
তিন তালাক দিলে তারা আর একসাথে থাকতে পারবে না, সংসার করতে পারবে না। নতুন করে বিবাহ করারও কোন সুযোগ নেই। তবে ঐ মহিলার যদি অন্য কোথাও বিবাহ হয় আর সেই স্বামী তালাক দেয় বা সেই স্বামী মারা যায় তাহলে প্রথম স্বামীর সাথে আবার বিবাহে আসতে পারে।