আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3899

নামায

প্রকাশকাল: 2 অক্টো. 2016

প্রশ্ন

সিজদায় তাসবিহ পাঠ করার পরে হাদিস থেকে কোন দোয়া একাধিক বার পড়া যাবে কি? যেমন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি এটা বা অন্য কোন দোয়া যদি ২,৪,৩ ইত্যাদি বার পড়ি তাহলে কি বিদাত হবে?

উত্তর

কুরআন হাদীসের যে কোন দুআ সাজদাতে পড়তে পারেন। একাধিকবার পড়তে পারেন, বিদআত হবে না।