সংক্ষেপে এভাবে বলা যায়, কুরআন ও হাদীসে থেকে মাসআলা বের করার এবং নতুন নতুন সমস্যার সমাধাণ বের করার যোগ্যতা যাদের আছে তাদেরকে ফকীহ বা মুজতাহিদ বলা হয। অবশ্য পরিভাষায় কম যোগ্যদেরও অনেক সময় ফকীহ বলা হয়। মুজতাহিদ হতে হলে অবশ্যই উচ্চ পর্যায়ের যোগ্যতা থাকতে হবে।