Assalamualaikum আমি পেরিস এ থাকি। আমরা তিনজন বন্ধু মিলে ছোট একটি হালাল রেস্তোরাঁ দিতে চাইতেছি। কিন্তু পেরিস এ রেস্তরাঁ উপর সরকারের অনেক টেক্স নিরধারিত জা আমাদের ছোট রেস্তোরাঁ মালিকদের সম্পরন টেক্স দিয়ে রেস্তরা চালানো সম্ভব নয় কিংবা কস্টকর। সারের নিকট আমাদের প্রশ্ন হলো আমরা যদি সম্পুর্ন টেক্স না দিয়ে কিছু টেক্স দেই আর কিছু টেক্স ফাকি দিয়ে থাকি তাহলে কি আমাদের ইনকাম করা টাকা হালাল হবে। এই সম্পর্কে ইসলামের ফতোয়া কি? এই বিষয় টা ক্লিয়ার হতে পারলে আমাদের অনেক উপকার হয়।