আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3765

ঈমান

প্রকাশকাল: 21 মে 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম!
আসলে অপ্ল কিছু দিন হলো দীনের পথে আসছি। মনে অনেক খটকা ছিল মুটামুটি সেগুলো দূর করতে পারছি কিন্তু একটা বিষয় কোন মতেই দূর করতে পারছি নাহ। অন্তরে ইমান,ইয়াকিন এসে আবার চলে যায় । যখন চলে যাই এরপর কোন কিচ্ছুই আর অন্তরে প্রবেশ করতে চায়না আমার ইচ্ছা থাকা সত্যতেও তখন আমার অন্তরে ইমান, ইয়াকিন আনতে পারি নাহ কিসে যেন একটা বাদার সৃষ্টি করে। আবার অনেক সময় অপ্লতেই চলে আসে। এটাই কি ইমান বাড়া -কমা নাকি আমার অন্তরে কোন রোগ আছে (নিফাক-মুনাফিকি)?যদি থাকে এর থেকে বের হওয়ার উপায় কি?এই বিষয় টা নিয়ে অনেক চিন্তাই আছি। আর এই বিষয় টা কি সূরা বাকারাহ ২৮৪, ২৮৫ নাম্বার আয়াতে পরে নাকি!একটু ক্লিয়ার হওয়া দরকার!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় করুন। অন্যান্য সকল ফরজ ও ওয়াজিব আমলগুলো যথাযথ আদায় করুন। সুন্নাত কাজ বেশী বেশী করুন। হারাম থেকে সম্পূর্ণ বেঁচে থাকুন। আল্লাহর কাছে দীনে পথে অটুট থাকার জন্য দুআ করুন। মানুষ যখন কুরআন-হাদীসের কথা- ধর্মের কথা শুনে তখন ধর্মের প্রতি তার আগ্রহ বেড়ে যায়, আবার স্বাভাবিক সময়ে একটু কমে যায়, এটাই ঈমান বাড়া কমা।এই বিষেয়ে চিন্তা করার দরকার নেই। আমারাও আপনার জন্য দুআ করি আল্লাহ আপনকে ইসলামের পথে টিকিয়ে রাখুন।