আসসালামুয়ালাইকুম!
আসলে অপ্ল কিছু দিন হলো দীনের পথে আসছি। মনে অনেক খটকা ছিল মুটামুটি সেগুলো দূর করতে পারছি কিন্তু একটা বিষয় কোন মতেই দূর করতে পারছি নাহ। অন্তরে ইমান,ইয়াকিন এসে আবার চলে যায় । যখন চলে যাই এরপর কোন কিচ্ছুই আর অন্তরে প্রবেশ করতে চায়না আমার ইচ্ছা থাকা সত্যতেও তখন আমার অন্তরে ইমান, ইয়াকিন আনতে পারি নাহ কিসে যেন একটা বাদার সৃষ্টি করে। আবার অনেক সময় অপ্লতেই চলে আসে। এটাই কি ইমান বাড়া -কমা নাকি আমার অন্তরে কোন রোগ আছে (নিফাক-মুনাফিকি)?যদি থাকে এর থেকে বের হওয়ার উপায় কি?এই বিষয় টা নিয়ে অনেক চিন্তাই আছি। আর এই বিষয় টা কি সূরা বাকারাহ ২৮৪, ২৮৫ নাম্বার আয়াতে পরে নাকি!একটু ক্লিয়ার হওয়া দরকার!