আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3764

বিবিধ

প্রকাশকাল: 20 মে 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, অনুমতি ছাড়াই কারো(অপরিচিত) সামান্য কোন কিছু ব্যবহার করলে কি ওই ব্যক্তির দাবি থাকে বা হক নষ্ট হয়? যদিও বিষয়টা উনাকে বললে উনি কোন হয়তো কিছু মনে করবেন না |যেমন: অনুমতি ছাড়া কারো বাসা থেকে পানি পান করা, টিস্যু ব্যবহার করা ইত্যাদি | এক্ষেত্রে করণীয় কী? কারণ আমরা জানি,হাশরের ময়দানে হকদারা নেকীর সাহায্য তার বদলা নেবে |
দয়া করে জানাবেন…..

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুই জনের মাঝে সম্পর্কটা যদি এমন হয় যে, অনুমতি ছাড়া নিলে কেউই কিছু মনে করে না, তাহলে অনুমতি ছাড়া নিলেও কোন সমস্যা নেই।