আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3653

ফিতরা

প্রকাশকাল: 30 জানু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ, আমি ফিতরা আদায়েন নিয়ম সম্পক্ষে জানতে চাচ্ছিলাম । ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? কি পরিমানে আদায় করতে হবে? কখন আদায় করতে হবে? বা ফিতরা আদায়ের উত্তম দিন কোনটি? আশা করি বিস্তারিত যানিয়ে উপক্রিত করবেন ইনশা-আল্লাহ ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খাদ্য শস্য দিয়ে ফিৎরা আদায় করা উত্তম। সাড়ে তিন কেজি খাদ্য কাউকে দিলে একটি ফিৎরা আদায় করা হবে। ঈদের সালাতে বের হওয়ার আগেই ফিৎরা আদায় করতে হবে। ইবনে উমার রা. বলেন, রা. فرض رسول الله صلى الله عليه و سلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة অর্থ: রাসূলুল্লাহ সা. সদকাতুল ফিতর ফরজ করেছেন স্বাধীণ, গোলাম, নারী, পুরুষ, ছোট-বড় প্রতিটি মুসলিমের পক্ষ থেকে এক সা. (সাড়ে তিন কেজির মত) খেজুর অথবা জব এবং তিনি ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই ফিৎরা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ১৪৩২। এছাড়া অনেক সহীহ হাদীসে গম, কিসমিস, আখরোট ও খাবারের কথা উল্লেখ আছে। একজনকে যত ইচ্ছা ফিৎরা দেওয়া যায়। গম বা আটার ক্ষেত্রে সাড়ে তিন কেজির অর্ধেকও ফিৎরা দেওয়া যায়। টাকা দিয়ে ফিৎরা আদায় করলেও জায়েজ হবে বলে অনেক আলেম মত দিয়েছেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0734 নং প্রশ্নের উত্তর।