আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3652

হালাল হারাম

প্রকাশকাল: 29 জানু. 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি মুহাম্মাদ সামিউল হক। আমার প্রশ্ন হল – সহশিক্ষা কি ইসলামে হারাম? আমি IDB-BISEW IT Scholarship (http://www.idb-bisew.org/index.php?option=com_contentview=article;id=373) এইখানে অ্যাপ্লাই করতে চাই কিন্তু খুব সম্ভবত এইখানে ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে হবে। এখন কি এইখানে আমি অ্যাপ্লাই করতে পারব?”””””

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নন মাহরাম ছেলে-মেয়ে একসাথে থাকলে পর্দা রক্ষা না হওয়ার কারণে সহশিক্ষার অনুমতি ইসলাম দেই না। সুতরাং ছেলেদের কোন প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন।