আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3645

বিবিধ

প্রকাশকাল: 22 জানু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি ভেটেরিনারি মেডিসিন এর একজন শিক্ষার্থী। আমাদের পড়ালেখার বিভিন্ন বই বিদেশী লেখক দের। সেসব মূল বইয়ের মূল্য অনেক বেশী। তাই আমরা সেসব বই ফটোকপি করে বানিয়ে নিয়ে পড়ি। তো বইগুলোতে কপিরাইট এর জায়গায় লিখা থাকে গ্রন্থস্বত্ত লেখক ও প্রকাশক কতৃক সংরক্ষিত, বইয়ের ফটোকপি, পুনঃমুদ্রণ নিষেধ। এব্যাপারে জানতে চাই ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই সব মূল বই যদি বাজারে পাওয়া যায় বা সংগ্রহ করা যায় তাহলে ফটোকপি করা জায়েজ নেই। কারণ সে লেখক বা প্রকাশক টাকা খরচ করেছে, ঘাম ঝরিয়েছে বই বিক্রি করার জন্য, ফ্রী ফ্রী বিতরণ করার জন্য নয়। আর যদি ঐ বই বাজারে না থাকে, বা সংগ্রহ করার উপায় না থাকে তাহলে ফটোকপি করলে সমস্যা হবে না।