আসসালামু আলাইকুম। আমি ভেটেরিনারি মেডিসিন এর একজন শিক্ষার্থী। আমাদের পড়ালেখার বিভিন্ন বই বিদেশী লেখক দের। সেসব মূল বইয়ের মূল্য অনেক বেশী। তাই আমরা সেসব বই ফটোকপি করে বানিয়ে নিয়ে পড়ি। তো বইগুলোতে কপিরাইট এর জায়গায় লিখা থাকে গ্রন্থস্বত্ত লেখক ও প্রকাশক কতৃক সংরক্ষিত, বইয়ের ফটোকপি, পুনঃমুদ্রণ নিষেধ। এব্যাপারে জানতে চাই ।