আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3590

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 নভে. 2015

প্রশ্ন

আস সালামু আলাইকুম। আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি। তা আমার বাবা মা জানে। মেয়ের বাবা মাও জানে। বর্তমান এ বেকার আছি । আমি বিয়ে করতে চাই সম্পর্ক কে হালাল করতে। আমি এটাও ভেবেছি যে এখন বিয়ে করে হালাল হই,গুণাহ মুক্ত থাকি। কিন্তু ২ পরিবার আমার চাকরির জন্য বিয়ে করাতে চায় না। আমার বয়স ২৭। আমার আসলে কি করনীয় জানাবেন। জাজাকাল্লাহ খাইরন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার যা করনীয় আপনি তো এখন তা করতে পারবেন বলে মনে হয় না। আপনার করণীয় হলো ঐ মেয়ের সাথে বিবাহের আগ পর্যন্ত সমস্ত সম্পর্ক ছিন্ন করা। অধিকাংশ আলেমের মতে মেয়ের অভিভাবকের অনুমতি ব্যাতীত বিবাহ বৈধ নয়, সুতরাং তারা বিবাহ না দিলে আপনার জন্য আবশ্যক হলো সম্পর্কচ্ছেদ করা। কিন্তু এটা আপনি পারবেন বলে মনে হয় না। সুতরাং মেয়ের অভিভাবকদেরে এবং আপনার পিতা-মাতাকে বুঝিয়ে এখনই বিয়ে করুন। প্রয়োজনে অন্য কোন মানুষ যারা তাদের কাছে বিশ্বস্ত তাদেরকে দিয়ে বুঝান। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।