আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3572

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 নভে. 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম। কেমন আছেন। একটি বিষয় জানতে চাচ্ছি। এক বিয়েতে রেজেস্ট্রি কাবিনে লিখলেন এক লক্ষ টাকা। বিয়ে পাড়ানোর সময় উলেখ করলো ত্রিশ হাজার টাকা মহরানা ধার্য করিয়া। এখন মহরানা কোনটা বর কনে কে দিবে এক লক্ষ না ত্রিশ হাজার। মানে মহর কোনটা গ্রহনযোগ্য হবে। এভাবে কি মহর ধার্য করে বিয়ে পড়ানো যায়? যে হজুর বিয়ে পড়িয়ে ছে সে বলে যেটা উল্লেখ করেছি সেটাই মহর আর রেজেস্ট্রি তে যেটা লেখা ওটা লেখার কথা লেখায়ছি । । । এখন ছেলের কি একলক্ষ ত্রিশ হাজার টাকাই মেয়েকে দিবে। না শুধু ত্রিশ হাজার টাকা মেয়েকে দিবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মোহরানা ঠিক করার জন্য নতুন করে বিয়ে পড়ানোর দরকার নেই। আর এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়ারও দরকার নেই। বর-কনে নিজেদের ভিতর পরামর্শ করে এক লাখ অথবা ত্রিশ হাজার এই দুইটার ভিতর একটা নির্দিষ্ট করে নিলেই হবে। তারা দুজন যে ফয়সালা করে সে অনুযায়ী বর কনেকে টাকা দিবে।